মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজার সংলগ্ন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুন বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ’র সভাপতি মোঃ আব্দুস সালাম খোকন। অনুষ্ঠানে সহকারী শিক্ষক ইয়ারুন বেগমের পরিচালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার বেগম মুন্নী ও এস এমসি সদস্য আব্দুস শহিদ সহ অন্যান্য সদস্যবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ সহ বিদ্যালয়ে শিক্ষকবৃৃন্দ।