আজকের কন্ঠস্বর
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি লাকি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ এস এম কাইয়ুম।
উক্ত অনুষ্ঠানে সহকারী শিক্ষক আব্দুল গনি দুলালের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ স্বাগত বক্তব্য রাখেন৷ এতে কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ সহ বিদ্যালয়ে শিক্ষকবৃৃন্দ।