1. ajkerkonthosornews@gmail.com : Rafiqul Jasim : Rafiqul Jasim
  2. admin@ajkerkonthosor.com : admin2 :
  3. abdulkhaleque1977@gmail.com : abdul khaleque : abdul khaleque

এ.এস.এম.কাইয়ুম আধকানি সঃ প্রাঃ বিদ্যালয়ের পিটিএ’র সভাপতি নির্বাচিত!

  • মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৫৯ View

রফিকুল ইসলাম জসিম

ভাল কাজের মূল্যয়ন হয় চিরায়িত সত্য।ফুল ফুটলে সৌরভ ছড়াবে যেমন চিরন্তন সত্য।তেমনি কমলগঞ্জ  উপজেলার আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষক অভিভাবক সমিতি পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন তরুণ ব্যবসায়ী ও যুবলীগ নেতা এ.এস.এম.কাইয়ুম।

আজ ১২ এপ্রিল (মঙ্গলবার)  আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সকাল ১০ ঘটিকায় পিটিএ কমিটির নির্বাচন নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) সভাপতি জনাব সাব্বির আহমদ ভূঁইয়া এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস সালাম খোকন, সাংবাদিক সাব্বির এলাহি, কমলগঞ্জ উপজেলা প্রাধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ ভুঁইয়া এবং নির্বাচন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও স্কাউটার জনাব মোশাহিদ আলী।

তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট যুবলীগ নেতা,
এ.এস.এম.কাইয়ুম আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতি (পিটিএ)
কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার খবরে আদমপুরের দলবল, শ্রেনী, পেশা -নির্বিশেষে সকল মানুষ সমাজিক যোগাযোগ ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা উৎসবে মেতে উঠেছেন। এর আগে তিনি আদমপুর ইউনিয়ন যুবলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ও আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ  সমিতির সাধারণ সম্পাদক  হিসেবে  দায়িত্ব পালন করছেন৷

নব নির্বাচিত পিটিএ’রকমিটির সভাপতি এ.এস.এম.কাইয়ুম আধকানি সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষক অভিভাবক সমিতি পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সবার মুখ যেন উজ্জ্বল করতে পারেন সেই জন্য সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন আজকের কন্ঠস্বর নিউজে। আজই পাঠিয়ে দিন - editorajkerkonthosor@gmail.com

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© ২০২০ | আজকের কন্ঠস্বর কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত
Developed By Radwan Ahmed