1. ajkerkonthosornews@gmail.com : Rafiqul Jasim : Rafiqul Jasim
  2. admin@ajkerkonthosor.com : admin2 :
  3. abdulkhaleque1977@gmail.com : abdul khaleque : abdul khaleque

কমর উদ্দিন লস্কর’র সিলেটি ছড়া!

  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯৩ View

বুয়াইর দামা

আমার বুয়াইর বুছা দামা
বুচ্চে আইজ তার আমলনামা।
যেবায় মন অবায় দিতো মুখ
বুয়াইর পাওয়ারে দেখাইতো ছুখ।

মানু ইতা তার লাইত্তোনা চখো
দুনিয়া দেইত্তো পাওঅর নখো।
যেবায় মন অবায় মারতো গুতা
বেজাগাত গুতাইয়া জখম থুথা।

বাড়ির মানে খৈলা বুয়াই
দামায় দিবো ইজ্জত খুয়াই।
আগে থাকি উপায় খুজো
ফুটানি ধরছে দামার গুজো।

দামার বদনাম হুনিয়া বুয়াই
উপায় তাইন আইনলা জুয়াই
খৈলা ডাকি ওরে খসাই
বুছা দামা বেছিতাম ল-ছাই।

ইকান হুনিয়া বাড়ির হখল
খৈলা-বুছারে দিয়োনা দখল।
দামার গলার মালা খুলি
বেছিলা দামারে লিলামো তুলি।

মাথা তুলি দামা উফরমুখা চায়
কিতা অইলো আখতা হায়রে হায়।
বুয়াইর আথালর দারুন সুখ
মনো করি বুছা দামা পার দুখ।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন আজকের কন্ঠস্বর নিউজে। আজই পাঠিয়ে দিন - editorajkerkonthosor@gmail.com

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© ২০২০ | আজকের কন্ঠস্বর কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত
Developed By Radwan Ahmed