শফিকুল আলম সাব্বির
আজকের কন্ঠস্বর
ঢাকাই চলচ্চিত্রের হালের ক্রেজ নিরব ও পূজা চেরির আসন্ন সিনেমাক্যাশ -এর শুটিং চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিন থেকেই শুরু হতে যাচ্ছে।
পরিচালক সৈকত নাসির গত বছরের ডিসেম্বরে তার আসন্ন সিনেমা ক্যাশ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সৈকত নাসিরের পরিচালনায় এর আগে ক্যাসিনো সিনেমায় অভিনয় করেছেন নিরব। কিন্তু পূজা চেরি প্রথমবার নাসিরের পরিচালনায় কাজ করবেন।
নিরব বলেন, ‘কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি না হলে ডিসেম্বরের এক তারিখ থেকেই সিনেমাটির শুটিং শুরু করব আমরা।’
অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধছেন নিরব-পূজা।
এতে আরও অভিনয় করবেন সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।
সিনেমায় বিশেষ চমক হিসেবে দেখা যাবে এভ্রিলকে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। আরক্যাশ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হবে এভ্রিলের।