ঢাকাই চলচিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে শুরু হয়েছে শোরগোল। সেই স্ট্যাটাস এ পোস্ট করে তিনি জানিয়েছেন,, তিনি কারো হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাকে ধর্ষণ ও হত্যা করার চেষ্টাও করেছেন বলে সেই পোস্টে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে এই স্ট্যাটাসটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে। হাজার হাজার মানুষ মন্তব্য করেছে সেই পোস্টে।
তবে কোথায় তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। কে বা কারা তার ওপর নির্যাতন চালিয়েছে সে বিষয়ে স্ট্যাটাসে কিছু লেখেননি পরীমণি।ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হলে পরীমণি বলেন, ‘যা বলেছি সত্য বলেছি। আমি এর বিচার চাই। ১০ জুন থেকে আমি ট্রমার মধ্যে আছি। ভুলে যাওয়ার অনেক চেষ্টা করছি, পারছি না। চেষ্টা করেছি বিচার পাওয়ার জন্য। কিন্তু সবখানে নীরবতা। বিচারের আশ্বাস না পেয়ে বাধ্য হয়ে এই পোস্ট দিয়েছি।’
মা ডেকে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে লেখা সেই চিঠিতে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন পরীমণি। থিয়েটার থ্রেডের পাঠকদের জন্য পরীমনির স্ট্যাটাসটি দেয়া হলো…
সবার কাছে অনুরোধ আপনারা সবাই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন 🙏
ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ♥
সুবিচারের প্রত্যাশা রইল 🙏
#StandWithPoriMoni #SaveDhallywoodActress