1. ajkerkonthosornews@gmail.com : Rafiqul Jasim : Rafiqul Jasim
  2. admin@ajkerkonthosor.com : admin2 :
  3. abdulkhaleque1977@gmail.com : abdul khaleque : abdul khaleque

মণিপুরি মুসলিম’ বামডো’র আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন!

  • রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২২৮ View

রফিকুল ইসলাম জসিম

বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুসলিম মনিপুরীর একমাত্র সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো)  কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন আয়োজন করে।

গতকাল শনিবার ২৬ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নের তেতই গাঁও সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে  বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো)’র সভাপতি মোঃ নূর উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বামডো’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি মুসলিম সমাজের লেখক জনাব আবদুস সামাদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন ভাণ্ডারীগাও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলী। 

মণিপুরি যুব সমাজের অহংকার আদমপুর ইউনিয়ন যুবলীগের এর সহ-সভাপতি জনাব মোস্তফা কামাল।
বামডো’র সহসভাপতি জনাব মজর আলী, ১নং ভানুবিল সপ্রাবি এর প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম, গংগানগর সপ্রাবি এর সহকারি শিক্ষক জনাব আবদুল কাদির সহ উপদেষ্টা মণ্ডলী ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

উক্ত সভায় জাতি গঠনে মনিপুরী মুসলিম সমাজের দায়িত্ব ও কর্তব্য, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও জনগণের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি সুদৃষ্টি ও অবদান নিয়ে আলোচনা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন আজকের কন্ঠস্বর নিউজে। আজই পাঠিয়ে দিন - editorajkerkonthosor@gmail.com

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© ২০২০ | আজকের কন্ঠস্বর কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত
Developed By Radwan Ahmed